প্রিন্ট করুন প্রিন্ট করুন

পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটিরশিল্প মেলা উদ্বোধন

প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান।

ডিসি মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পৌর মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম ও সাধারণ সম্পাদক সাইফুল আলম  উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত দেড় যুগ ধরে মাসব্যাপী এ মেলার আয়োজন করছে পঞ্চগড় প্রেস ক্লাব। করোনার কারণে গত দুই বছর এ মেলা আয়োজন করা হয়নি। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হস্ত ও কুটির শিল্পের বিভিন্ন পসরা নিয়ে ৫০টি স্টল অংশ নিয়েছে। এছাড়া রয়েছে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড।