প্রিন্ট করুন প্রিন্ট করুন

পথশিশুদের সঙ্গে সাকিবের জন্মদিন উদযাপন ভক্তদের

নিজস্ব প্রতিবেদক : সাকিব আল হাসানের ৩৬তম জন্মদিন আজ। এ বিশেষ দিনটি পথশিশুদের সঙ্গে উদযাপন করলেন ভক্তরা। শুক্রবার (২৪ মার্চ ) রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে প্রায় অর্ধশত পথশিশুর সঙ্গে ইফতারের পর কেক কেটে দিনটি স্মরণীয় করে রাখলেন তারা। পাশাপাশি পথশিশুদের মাঝে ঈদ বস্ত্রও বিতরণ করেন তারা।

সাকিবের ফ্যান গ্রুপ ‘ফ্যান্স অফ সাহ৭৫’ পক্ষ থেকে এই আয়োজন করা হয়। ব্যস্ততার জন্য এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সাকিব আল হাসান। তবে গ্রুপের সদস্যদের সঙ্গে নিজ বাসার নিচে কেক কাটেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সাকিব আল হাসান অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও ভক্তদের মাঝে আনন্দ উচ্ছ্বাস কম ছিলো না। ফ্যান্স অফ সাহ৭৫ কর্তৃক আয়োজিত এ জন্মদিন অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভক্তরা।

তারা জানান, প্রতি বছরই এ দিনটির জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা থাকি। একসঙ্গে সবাই জন্মদিন উদযাপন করবো। দিনটা আমাদের কাছে অনেক স্পেশাল। তাই বিভিন্ন প্রান্ত থেকে এসে একসঙ্গে জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেষ্টা করি। আমরা সবসময় এভাবেই সাকিব আল হাসানের পাশে থাকবো। সেটা হোক ভালো সময় কিংবা খারাপ।

এ বিষয়ে ফ্যান্স অফ সাহ৭৫ এর প্রেসিডেন্ট আশরাফুল ইসলাম সাকিব বলেন, আমরা প্রতি বছর এই দিনে সবাই একত্রিত হই। সাকিব আল হাসান উপস্থিত থাকা না থাকা বিষয় না। কারণ প্রতি বছর তাকে পাওয়া সম্ভব না। তবুও আমরা একত্রিত হয়ে দিনটি স্মরণীয় করে রাখি। তবে আমাদের কিছু সদস্যদের সঙ্গে এতো ব্যস্ততা থাকার পরও সাকিব ভাই তার বাসার নিচে কেক কাটেন। এটাই আমাদের জন্য বড় পাওয়া।

বাংলাদেশের ক্রিকেটের এক বড় বিজ্ঞাপনের নাম সাকিব আল হাসান। ক্রিকেটে অনবদ্য এক ক্যারিয়ার দিয়ে লাল-সবুজের পরিচিতি তিনি সারাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন। যার ফলে বাংলাদেশের নাম কদাচিৎ শুনতে পাওয়া মানুষও সাকিবের নাম উচ্চারণ করেন অনায়াসে। মাগুরায় ১৯৮৭ সালের (২৪ মার্চ) জন্ম হওয়া বিশ্বসেরা এই অলরাউন্ডার আজ ৩৬তম বছরে পা দিয়েছেন।

এখন পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে টেস্টে ৬৫ ম্যাচে ১২০ ইনিংসে ব্যাট হাতে ৫ সেঞ্চুরিতে করেছেন ৪৩৬৭ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৩১ উইকেট। আর একদিনের ক্রিকেটে ২৩০ ম্যাচে ২১৭ ইনিংসে ৯ সেঞ্চুরিতে ৭০৮৬ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩০১টি উইকেট। আর টি-২০ তে ১১২ ম্যাচে ১১১ ইনিংসে ২২৮১ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৩১টি উইকেট।