Print Date & Time : 3 July 2022 Sunday 5:42 pm

পবিপ্রবিতে আইস ব্রেকিং অনুষ্ঠান

প্রতিনিধি, পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গতকাল ব্যবসায় প্রশাসন অনুষদের ১৭তম ব্যাচের আইস ব্রেকিং অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায় প্রশাসন অনুষদের ১৬তম ব্যাচ (অরোধ্য) তাদের অনুজ ১৭তম ব্যাচকে (অরিত্রিক) বরণ করে নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের শিক্ষক ও শিক্ষিকাসহ অরোধ্য-১৬ আর অরিত্রিক-১৭ শিক্ষার্থীরা।

সকালে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর জুনিয়রদের সঙ্গে বরফ ভাঙা হয়। দুপুরে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জুনিয়র-সিনিয়র একসঙ্গে খাওয়া-দাওয়া করে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা জানান, ক্যাম্পাসে সিনিয়ররা জুনিয়রদের র?্যাগিং নামক অপসংস্কৃতি থেকে বের হয়ে এ ধরনের আয়োজন করে, যা সত্যিই প্রশংসিত।”

একজন নবীন শিক্ষার্থী বলেন, আমাদের সিনিয়ররা অনেক আন্তরিক। এ অনুষ্ঠান সিনিয়র-জুনিয়র সম্পর্ক আরও দৃঢ় করে তুলবে।”