শেয়ার বিজ ডেস্ক: দীর্ঘতম দূরত্বের পরমাণু ক্ষেপণাস্ত্র অগ্নি ৫-এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। গতকাল সোমবার সকালে ওডিশার হুইলার দ্বীপপুঞ্জ থেকে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়। খবর টাইমস অব ইন্ডিয়া।
প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে যে কোনো লক্ষ্যে আঘাত হানতে পারবে এ আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। এ দূরত্বের মধ্যে চীনসহ এশিয়ার যে কোনো গন্তব্য পড়ে।
দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এক টুইটার বার্তায় লিখেছেন, অগ্নি ৫-এর সফল পরীক্ষা ভারতের কৌশলগত এবং নিজেকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার সক্ষমতা বাড়বে।
ভারতে তৈরি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমে সক্ষম পরমাণু ক্ষেপণাস্ত্র এটি। দেশটির যে কোনো প্রান্ত থেকে এ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালানো যাবে।
চার বছর আগে এ ক্ষেপণাস্ত্রটির প্রথম পরীক্ষা চালানো হয়। এরপর ২০১৩ ও ২০১৫ সালে আরও দুবার পরীক্ষা চালানো হয়।
বিশ্লেষকরা বলছেন, বিশ্বশক্তি হিসেবে নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্যই প্রতিরক্ষা খাতে ব্যয় ব্যাপকহারে বাড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।