Print Date & Time : 26 May 2020 Tuesday 6:55 am

পরিচালক সি. বি. জামান গুরুতর অসুস্থ

প্রকাশ: নভেম্বর ২০, ২০১৯ সময়- ১১:৫৮ পিএম

শোবিজ ডেস্ক: ঢাকাই সিনেমার প্রবীণ পরিচালক সি. বি. জামান গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় পান্থপথে এক আত্মীয়ের বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে দ্রুত শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত ৯টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে উচ্চ রক্তচাপ ও লো সুগার থাকার কারণে তাকে ভর্তি করা হয়। ডা. ব্রিগেডিয়ার. জেনারেল (অব.) এবিএম সাইদ হোসেন ও ডা. লে. কর্নেল (অব.) গোলাম কাওনাইনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সি. বি. জামানের ছেলে সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, ১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত সিনেমা পরিচালনা করেছেন। ঝড়ের পাখি, উজান ভাটি, পুরস্কার, কুসুম কলিসহ বেশকিছু জনপ্রিয় সিনেমা নির্মাণ করেন। দীর্ঘ ৩০ বছর বিরতি পর সম্প্রতি অ্যাডভোকেট সুরাজ নামে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন তিনি।