প্রিন্ট করুন প্রিন্ট করুন

পর্দায় ফিরছেন অনন্ত-বর্ষা

শোবিজ ডেস্ক: অনেক দিন চুপচাপ ছিলেন আলোচিত জুটি অনন্ত-বর্ষা। শুধু টেলিভিশনের পর্দায় ঈদ শো ছাড়া চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপন কোথাও দেখা যায়নি তাদের। গত শনিবার এক বছরের জন্য প্রাণ-আরএফএল গ্রুপের কোমল পানীয় ম্যাক্সকোলার সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেন তারা। এছাড়া এ বছরে শুরু হতে পারে ‘দ্য স্পাই, অগ্রযাত্রার মহানায়ক’ সিনেমার কাজ। এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘এত দিন সন্তানের জন্য পুরোটা সময় বরাদ্দ রেখেছিলাম। আমার সন্তানের বয়স দুই বছর এক মাস। এখন আবার সময় এসেছে সিনেমায় কাজ করার।’

গোয়েন্দা কাহিনীনির্ভর ‘দ্য স্পাই’-এ একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করবেন অনন্ত জলিল। সিনেমাটিতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন স্ত্রী ও অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের এপ্রিলে শুরু হবে ‘দ্য স্পাই’ সিনেমার দৃশ্যধারণের কাজ এমনটাই জানালেন অনন্ত।

অনন্ত আরও বলেন, ‘সিনেমার গল্প জেমস বন্ডের গল্পগুলোর মতো হতেও পারে, আবার নাও হতে পারে। গোয়েন্দা গল্পগুলো যেমন ধরনের হয় তেমনি গল্পের সিনেমা হবে এটি।’ ২০১০ সালে ‘খেঁাঁজ দ্য সার্চ’, ২০১১ সালে ‘হৃদয়ভাঙা ঢেউ’, ২০১২-তে ‘মোস্ট ওয়েলকাম’, পরের বছর ‘নিঃস্বার্থ ভালবাসা’ ও সর্বশেষ ২০১৪ সালে ‘মোস্ট ওয়েলকাম-২’ সিনেমাগুলোর মাধ্যমে চলচ্চিত্রে বেশ আলোচিত হয়ে ওঠেন অনন্ত-বর্ষা জুটি।