প্রিন্ট করুন প্রিন্ট করুন

পর্বত দিবসে বান্দরবানে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানে আন্তজার্তিক পর্বত দিবসে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বায়তুলইজ্জত এলাকা থেকে এই মিনি ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। দীর্ঘ ১৮ কিলোমিটার পথ দৌড়ে বান্দরবানের স্থানীয় রাজারমাঠে এসে শেষ হয়।

আয়োজকরা জানায়, মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় স্থানীয় ক্রীড়াবিদ, জেলা পরিষদ, পুলিশের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতা শুরুর ১ঘন্টার মাথায় রাজার মাঠে পৌঁছে ১ম স্থান অধিকার করে আব্দুল্লাহ আল নোমান। ২য় স্থান অধিকার করে মোঃ কাউছার এবং ৩য় স্থান অধিকার করে মোঃ রুবেল। পরে রাজারমাঠে আয়োজিত অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ এটিএম কাউছার হোসেন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, মোজ্জামেল হক বাহাদুর, সিংইয়ং ম্রো’সহ ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।