প্রিন্ট করুন প্রিন্ট করুন

পর্ষদ ও পরিবার সদস্যদের শেয়ার স্থানান্তর স্থগিত

ইউনাইটেড এয়ার

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) স্থানান্তরে অপেক্ষমাণ ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালক, তাদের পরিবারের সদস্য ও পরিচালকদের নিয়ন্ত্রণাধীন বিও হিসাবের শেয়ার স্থানান্তর স্থগিত করতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি এ বিষয়ে নির্দেশ দিয়ে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়েছে কমিশন।

বিএসইসির চিঠিতে বলা হয়েছে, কমিশন ডিপোজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ১৯৯৯-এর ধারা ১৪-এর এবং প্রবিধানমালা ২০০৩-এর ৪৮ ও ৫১(২)-এর অধীন সিডিবিএলকে অবিলম্বে চিঠিতে উল্লেখিত কোম্পানিটির পরিচালক, তাদের পরিবারের সদস্যদের এবং পরিচালকদের নিয়ন্ত্রণাধীন বিও হিসাবের শেয়ার স্থানান্তর স্থগিত করার নির্দেশ দিয়েছে। চিঠিতে বিএসইসির তালিকায় যাদের নাম দেয়া হয়েছে তারা হলেনÑপরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী, ড. বিজন কুমান সাহা ও শাহিনুর আলম, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আব্দুল মুকদাতির ও মাহিদবুল ইসলাম চৌধুরী।

প্রসঙ্গত, কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম আবার চালু করার উদ্যোগ নেয় বিএসইসি। এ লক্ষ্যে বিএসইসি একটি পরিচালনা পর্ষদ গঠন করে দেয়। তবে সাবেক পরিচালনা পর্ষদের সীমাহীন দুর্নীতি এবং তহবিল তছরুপের কারণে কোম্পানিটিকে কোনোভাবে দাঁড় করানো সম্ভব হচ্ছে না। তাই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সহযোগিতাসহ চারটি সুপারিশ বাস্তবায়ন জরুরি বলে মনে করে কোম্পানির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ।

এদিকে গত বছরে স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন লঙ্ঘনের কারণে কোম্পানিটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ক্যাপটেন তাসবিরুল আহমেদ চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএসইসির কাছে নির্দেশনা চায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

সিএসইর পক্ষ থেকে বিএসইসিকে দেয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৩ আগস্ট ইউনাইটেড এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দেয়া হয়েছে। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুরেশন, ২০১৫-এর রেগুলেশন ৭(১) লঙ্ঘন করেছেন। তবে এ বিষয়ে সিএসই এখন পর্যন্ত কোম্পানির ব্যবস্থাপনা

 পরিচালকের কাছ থেকে কোনো উত্তর পায়নি। সেই সঙ্গে ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীর বিরুদ্ধে সিএসই এখনও কোনো আইনি ব্যবস্থা নেয়নি। তাই এ বিষয়ে বিএসইসির নির্দেশনা চায় সিএসই।

এদিকে কয়েক দিন আগে ইউনাইটেড এয়ারওয়েজের আগের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। একই সঙ্গে কোম্পানিটির আর্থিক অসংগতি খতিয়ে দেখতে ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

কোম্পানিটির আগের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে তাহবিল তছরুপের অভিযোগ রয়েছে। তাই বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আগের পরিচালনা পর্ষদ ইউনাইটেড এয়ারওয়েজকে কারসাজি করে ইচ্ছাকৃতভাবে লোকসানি কোম্পানিতে পরিণত করেছে কি না, তা খতিয়ে দেখতে ১০ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

দীর্ঘদিন ধরে বন্ধ ও পরিত্যক্ত ইউনাইটেড এয়ারওয়েজে এক লাখ ৬০ হাজার প্রান্তিক বিনিয়োগকারীর বিনিয়োগকৃত প্রায় ৭৯৩ কোটি টাকা সুরক্ষা বিএসইসি আট অভিজ্ঞ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে। তবে কোম্পানিটির সাবেক ফাউন্ডার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসারুল আহমেদ চৌধুরী বিদেশে পলাতক। নতুন পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৪ মার্চ দায়িত্ব নেয়ার পরপর এয়ারলাইনটি পুনর্জীবিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।