প্রিন্ট করুন প্রিন্ট করুন

পশ্চিমা অস্ত্র ছাড়া পাল্টা হামলা সম্ভব নয়: জেলেনস্কি

শেয়ার বিজ ডেস্ক: পশ্চিমা মিত্র দেশগুলো আরও বেশি পরিমাণে সামরিক সহায়তা না পাঠালে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করতে পারবে না ইউক্রেন। আরও বেশি ট্যাংক, গোলাবারুদ ও হিমার্স রকেট লাঞ্চার না পাওয়া পর্যন্ত সেনাদের সম্মুখযুদ্ধে পাঠানো হবে না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর: বিবিসি।

জাপানের ইয়োমিউরি শিম্বুন পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট একথা বলেছেন।

সাক্ষাৎকারে পূর্ব ইউক্রেন পরিস্থিতি ভালো নয় বলে উল্লেখ করে জেলেনস্কি জানান, তারা মিত্র দেশগুলোর কাছ থেকে গোলাবারুদ পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা হামলা চালানো সম্পর্কে জানতে চাইলে জেলেনস্কি বলেন, আমরা এখনই তা শুরু করতে পারব না। ট্যাংক, গোলাবারুদ ও দূরপাল্লার রকেট ছাড়া আমরা আমাদের নির্ভীক সেনাদের যুদ্ধের সম্মুখসারিতে পাঠাতে পারি না। রাজনৈতিক সদিচ্ছা থাকলে আপনারা আমাদের সহযোগিতা করার পথ খুঁজে পাবেন। আমরা যুদ্ধাবস্থায় আছি, অপেক্ষা করে থাকতে পারি না।

রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেন পাল্টা হামলা শুরু করবে বলে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে। ইউক্রেনের কমান্ডাররা এ ধরনের অভিযান আসন্ন বলে ইঙ্গিত দিয়েছেন। ইউক্রেনের স্থলবাহিনীর কমান্ডার ওলেক্সান্দর সিরস্কি বলেছেন, শিগগির এ অভিযান চালানো হতে পারে।

বিশ্লেষকরা বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী রুশ বাহিনীকে বেকায়দায় ফেলতে পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করছে। তারা চায়, রুশ কমান্ডাররা তাদের বাহিনীকে যুদ্ধের সম্মুখসারিতে এক জায়গায় জড়ো করে না রেখে চারিদিকে ছড়িয়ে দিক, যাতে তাদের ওপর হামলা করা সুবিধা হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান বলেছে, ইউক্রেন বর্তমান যুদ্ধক্ষেত্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় পাল্টা হামলা চালানোর জন্য ভালো অবস্থানে রয়েছে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট হতাশ। তিনি প্রায়ই বলে আসছেন, পশ্চিমা মিত্ররা শিগগির অস্ত্র সরবরাহ না করলে এ যুদ্ধ কয়েক বছর ধরে চলতে পারে। তবে এবারই তিনি প্রথম বলেন, পশ্চিমা সামরিক সহায়তার অভাবে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালানোয় বিলম্ব হতে পারে।