নিজস্ব প্রতিবেদক: টানা পাঁচ কার্যদিবস উত্থানের পর গতকাল বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বাজার কিছুটা সংশোধন হয়।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস ডিএসইতে ৯৩২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৮৭ কোটি ৫২ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক হাজার ১২০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির শেয়ারদর।
দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করে চার হাজার ৯৩১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৬৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে এক হাজার ৭৯৭ পয়েন্টে।
অন্য পুঁজিবাজার সিএসইর সূচকের পতনে লেনদেন শেষ হলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। সিএসইতে ৬২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৭৬ পয়েন্টে। এ বাজারে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এদিন কোম্পানির ৩২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৩২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। লেনদেনে এরপর রয়েছে অলিম্পিক এক্সেসরিজ, ইফাদ অটোস, কেয়া কসমেটিকস, সামিট অ্যালায়েন্স পোর্ট, লাফার্জ সুরমা সিমেন্ট, এ্যাপোলো ইস্পাত ও সিএমসি কামাল।
ডিএসইতে মঙ্গলবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। এ কোম্পানি ৮৩ হাজার ৭০০ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২০ লাখ টাকা। এ দিন ব্লক মার্কেটে মোট পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট এক লাখ ৬৩ হাজার ৩৮৯টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য এক কোটি ৭৫ লাখ টাকা।
ফারইস্ট ফিন্যান্স ৫০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য পাঁচ লাখ ৫০ হাজার টাকা। ডিবিএইচ ১৭ হাজার ৬৮৯টি শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১৭ লাখ টাকা। ব্লকে লেনদেন করা বাটা সু ১০ হাজার ও ন্যাশনাল টি দুই হাজার শেয়ার লেনদেন করেছে।
ঢাকার বাজারে টপটেন গেইনারের শীর্ষে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গতকাল মঙ্গলবার এ কোম্পানির শেয়ারদর ৯ দশমিক ৮০ শতাংশ বেশি বেড়ে গেইনারে রাজত্ব করছে। এদিন ৩৬ থেকে ৩৯ টাকায় ওঠানামা করে সর্বশেষ ৩৯ টাকায় লেনদেন হয়। আর সারা দিনে কোম্পানির ৩৫ লাখ এক হাজার ৫০৭টি শেয়ার এক হাজার ৮২২ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ১৩ কোটি ৬০ লাখ ৭৩ হাজার টাকা।
ডিএসইতে টপটেন গেইনারে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ডেফোডিল কম্পিটারের ৯ দশমিক ৭৩ শতাংশ, গোল্ডেন সনের ৭ দশমিক ৭৮ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৬ দশমিক ২৫ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪ দশমিক ৫৪ শতাংশ, কেয়া কসমেটিকসের ৪ দশমিক ৫০ শতাংশ, হামিদ ফেব্রিক্স ৩ দশমিক ৭৮ শতাংশ, বেক্সিমকোর ৩ দশমিক ৭৫ শতাংশ, ইনটেকের ৩ দশমিক ৫০ শতাংশ এবং মিথুন নিটিংয়ের ৩ দশমিক ৩৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।