প্রিন্ট করুন প্রিন্ট করুন

পাওয়ার ট্রিলারের চাকায় হাওয়া দিতে গিয়ে কর্মচারির মৃত্যু

প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামে পাওয়ার ট্রিলারের চাকায় হাওয়া দিতে গিয়ে টায়ার বিস্ফরিত হয়ে ওয়ার্কশপ শ্রমিক আব্দুর রহিম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আব্দুর রহিম পার্শবর্তী পুরাতন বাস্তপুর গ্রামের ফকর উদ্দীনে ছেলে। বুধবার দুপুর একটার দিকে ওযার্কসপে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে রঘুনাথপুর বাজারের সিরাজুল ওর্য়াকসপের কর্মচারী আব্দুর রহিম পাওয়ার ট্রিলারের চাকায় হাওয়া দিচ্ছিল। এর এক পর্যায়ে হাওয়া বেশি হয়ে যাওয়ায় টায়ারটি বিস্ফোরিত হয়ে তার রিংএর টুকরা ছিটকে গিয়ে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।