প্রিন্ট করুন প্রিন্ট করুন

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, পুলিশসহ নিহত ৩

শেয়ার বিজ ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছে। এ হামলায় ২৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২০ জন পুলিশ সদস্য রয়েছে। খবর: আল জাজিরা।

গতকাল বুধবার কোয়েটার বালেলি এলাকায় চালানো এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। গণমাধ্যমে পাঠানো এক মেসেজে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান হিসেবে পরিচিত সশস্ত্র গোষ্ঠীটি। পাকিস্তান সরকারের সঙ্গে গোষ্ঠীটির একটি অস্ত্রবিরতি চুক্তি চলতি সপ্তাহে শেষ হয়েছে। এর পর পর এ হামলাটি চালালো তারা।

পুলিশ কর্মকর্তা আব্দুল হক বলেছেন, পুলিশের টহল দলকে লক্ষ্য করে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে ৩০ জনের বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। পুলিশের টহল দলটি পোলিও টিকার টিমকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন তিনি। আহতদের কোয়েটার সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনাস্থলে কোয়েটার পুলিশের সহকারী মহাপরিদর্শক গুলাম আজফার মাহেসার বলেন, পুলিশের একটি ট্রাকের কাছে বিস্ফোরণটি ঘটানো হয়। বিস্ফোরণের কারণে ট্রাকটি উল্টে পাশের একটি খানায় পড়ে যায়। তিনি জানান, এ ঘটনায় তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছেÑপুলিশের একটি ট্রাক, একটি সুজুকি মেহরান ও একটি টয়োটা করোলা। বিস্ফোরণস্থলের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ জানিয়েছে, হামলায় প্রায় ২৫ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।

পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্যরা প্রায়ই পোলিও টিকার টিম লক্ষ্য করে হামলা চালায়। তাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে পশ্চিমারা টিকার উদ্যোগকে নজরদারির কাজে ব্যবহার করছে বলে সন্দেহ তাদের।

বেলুচিস্তানের সঙ্গে আফগানিস্তান ও ইরানের সীমান্ত রয়েছে। উভয় দেশে সশস্ত্র গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের তৎপরতা চলছে।