প্রকাশ: January 22, 2021 সময়- 01:53 pm
নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশায় সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ নৌযান চলাচল শুরু করেছে। নদীর ওপর কুয়াশা কমে যাওয়ায় আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার পর ফেরি চলাচল শুরু করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার পর থেকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এ সময় কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে যানবাহনসহ আটকা পড়েছে কয়েকটি ফেরি।