Print Date & Time : 26 May 2020 Tuesday 6:07 am

পাথরঘাটা পৌরসভা হল রোডের বেহাল দশা

প্রকাশ: অগাস্ট ১৪, ২০১৯ সময়- ১১:৩৬ পিএম

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা পৌরসভার হল সড়কের পিচঢালাই, ইটসুরকি উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন এ সড়কটি সংস্কার না করায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়ে সৃষ্টি হয়েছে চরম জনভোগান্তি। সড়কটির খানাখন্দে পড়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন যানবাহন। অনেককে পায়ে হেঁটে সড়কের ভাঙা অংশ পাড়ি দিতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সড়কটির প্রায় এক কিলোমিটার যেন মরণফাঁদে পরিণত হয়েছে। বড় গর্ত সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, একটু বৃষ্টি হলেই সড়কে হাঁটু সমান পানি জমে যায়, এতে পায়ে হাঁটাও দায় হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে এ অবস্থা বিরাজ করলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের।
পাথরঘাটা সরকারি হাজী জালাল উদ্দিন মহিলা কলেজের শিক্ষার্থী মাইসা আফরিন শিফা বলেন, সড়কটি ভাঙাচোরার কারণে কলেজে আসা-যাওয়ায় অসুবিধা হচ্ছে।