Print Date & Time : 26 May 2020 Tuesday 7:13 am

পাবনায় আয়কর মেলা সমাপ্ত

প্রকাশ: নভেম্বর ১৯, ২০১৯ সময়- ১০:৪৭ পিএম

প্রতিনিধি, পাবনা: পাবনায় চার দিনব্যপী আয়কর মেলা শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার পাবনা জেলা পরিষদের রশিদ হলে সমাপনী দিনে মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ৪২৪৫ জন। রিটার্ন দাখিল করেছেন ৯৫২ জন, নতুন করদাতার সংখ্যা ৫৭ জন এবং আয়কর গ্রহণ করা হয়েছে এক কোটি ২৫ লাখ এক হাজার টাকা।

মেলা পরিচালনার দায়িত্বে ছিলেন পাবনা কর (অঞ্চল-৭) এর উপকর কমিশনার শাহাদাৎ হোসেন খান, অতিরিক্ত সহকারী কর কমিশনার (অঞ্চল-৮) কেএম রফিকুল ইসলাম প্রমুখ।