প্রতিনিধি, পাবনা: পাবনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ সম্মেলন কক্ষে ৩০ জন কৃষকের সমন্বয়ে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ হোসাইনীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা সামসুল আরেফ।
প্রশিক্ষণের আগ্রহীদের সরকারি সহায়তায় কৃষি অফিস থেকে বিনামূল্যে সার ও চারা প্রদান করা হয়।