ক্রীড়া ডেস্ক: হারলেই অ্যাশেজ জয়ের স্বপ্ন শেষ হয়ে যাবে ইংল্যান্ডের। ঠিক এমন এক জায়গা দাঁড়িয়ে গতকাল পার্থের ওয়াকা স্টেডিয়ামে দারুণ লড়াই করলেন ডেভিড মালান। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখাও পেলেন। সঙ্গে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনটাও নিজেদের করে রাখলেন এ বাঁহাতি। তার সঙ্গে যোগ্য সঙ্গ দিয়ে চলেছেন জনি বেয়ারস্ট্রো।
গতকাল ৪ উইকেটে ৩০৫ রান তুলে দিন শেষ করেছে ইংল্যান্ড। উইকেটে রয়েছের ডেভিড মালান (১১০*) ও জনি বেয়ারস্ট্রো (৭৫*)। পঞ্চম উইকেট জুটিতে এ দুই ব্যাটসম্যান ১৭৫ রান যোগ করে রয়েছেন অবিচ্ছিন্ন।
৩৯ বছর আগে পার্থের ওয়াকা স্টেডিয়ামে সবশেষ টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া। গতকাল টস জিতে ব্যাটিংয়ে নেমে ঠিক তেমন কিছুই আভাস দিয়েছিলেন অজি পেসাররা। শুরুতেই মিশেল স্টার্ক ফিরিয়ে দিয়েছিলেন অ্যালিস্টার কুককে। তবে দ্বিতীয় উইকেটে মার্ক স্টোয়েনম্যান (৫৬) ও জেমস ভিঞ্চ (২৫) দলটির হার ধরেন। কিন্তু তাতেও কাজ হয়নি। অধিনায়ক জো রুটও টিকতে পারেননি বেশিক্ষণ। ঠিক এমন এক জায়গা থেকে সফরকারীদের স্বস্তি এনে দিয়েছেন মালান ও বেয়ারস্ট্রোর পঞ্চম উইকেট জুটি।