প্রিন্ট করুন প্রিন্ট করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের জন্য প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ সিকিরিউটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তত্ত্বাবধানে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) উদ্যোগ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) তত্ত্বাবধানে সম্প্রতি তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর জন্য দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এ ছাড়া অনুষ্ঠানে কমিশনার ড. মিজানুর রহমান, ড. রুমানা ইসলাম, বিএসইসি, বিএএসএম ও স্টক এক্সচেঞ্জের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি