নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের স্থায়ী সম্পদ অর্থাৎ জমি এবং ভবনের পুনর্মূল্যায়ন করা হয়েছে। এতে কোম্পানিটির সম্পদ বেড়েছে। আর সেটি অনুমোদনের পাশাপাশি ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, আর্থিক প্রতিবেদনে সম্পদের প্রকৃত চিত্র তুলে ধরার জন্য জমি এবং ভবনের পুনর্মূল্যায়নের পর তা অনুমোদন দিয়েছে সিঙ্গার বাংলাদেশের পরিচালন পর্ষদ। কোম্পানিটির জমি এবং ভবনের মূল্য ৮৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৬৪৪ টাকা থেকে ১০০ কোটি ৫৫ লাখ ৩৫ হাজার ৯৮৬ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ কোম্পানিটির সম্পদ বেড়েছে ১৩ কোটি ৫২ লাখ ৬৩ হাজার ৩৪২ টাকা, যা কিনা ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
এদিকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে ইপিএস হয়েছে ৭৩ পয়সা এবং ৩১ ডিসেম্বরে ২০২২ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৯ টাকা ৯৭ পয়সা। আর আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে (এনওসিএফপিএস) ১৮ টাকা ১৯ পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১১ এপ্রিল বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি। এর আগে ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আলোচিত সময়ে ইপিএস হয়েছিল ৫ টাকা ২০ পয়সা এবং ৩১ ডিসেম্বরে শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছিল ৩৪ টাকা ৬ পয়সা।
‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৯৯ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২৪১ কোটি ৬৬ লাখ টাকা। কোম্পানিটির মোট ৯ কোটি ৯৭ লাখ দুই হাজার ৮৩৮টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্য মতে মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৫৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক ২৪ দশমিক ৮৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ৪ দশমিক ৫২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৬২ শতাংশ শেয়ার রয়েছে।