শেয়ার বিজ ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সীমান্তবর্তী সলেমানপুর উত্তর পাড়া গ্রামের একটি বাড়িতে মাটি খুঁড়তেই মিললো প্রায় ১২০ বছরের পুরোনো রুপার মুদ্রা। পুরোনো মুদ্রা উদ্ধারের খবরে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে মুদ্রাগুলো উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার দুপুরে ওই গ্রামের মৃত আবু বকরের ছেলে সামেদ আলীর বাড়িতে মুদ্রাগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে ভিটে জমি থেকে মাটি কাটতে গিয়ে পিতলের হাঁড়ির মধ্যে মুদ্রা সাদৃশ্য বস্তু পাওয়া যায়। পরে ওই গ্রামের প্রবীণরা এসে মুদ্রাগুলো ‘বহু বছরের পুরোনো ভারতীয় রুপি’ বলে শনাক্ত করেন। মুদ্রাগুলোর গায়ে ১৯০৪-১৯১৮ সাল লেখা আছে। তবে রুপিতে কার ছবি ব্যবহৃত হয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। সেই হিসেবে মুদ্রাগুলো অন্তত ১২০ বছরের পুরোনো বলে দাবি করছেন স্থানীয়রা।
তবে স্থানীয়দের ভাষ্য, সলেমানপুর গ্রামে সন্তোষ কুমার বিশ্বাস নামে একজন জমিদার ছিলো। ১৯৪৭ সালে দেশ বিভাজনের পর তিনি ভারতে চলে যান। ওই সময় এসব মুদ্রা দিয়ে খাজনা আদায় করা হতো। সর্বশেষ খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে মুদ্রাগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
মহেশপুর থানার এসআই হান্নান বলেন, ১৯টি পুরোনো মুদ্রা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। যার ওজন ১৮ ভরি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
এস এস/
প্রিন্ট করুন







Discussion about this post