প্রিন্ট করুন প্রিন্ট করুন

পূবালী ব্যাংক ও এক্সপ্রেস মানির সার্ভিস এক্সিলেন্স অ্যাওয়ার্ড

পূবালী ব্যাংক লিমিটেড ও এক্সপ্রেস মানির যৌথ উদ্যোগে ‘সার্ভিস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৫-১৬’ বিতরণ অনুষ্ঠান সম্প্রতি স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে পদক বিতরণ করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আখতার হামিদ খান এবং এক্সপ্রেস মানির কান্ট্রি রিলেশনশিপ ম্যানেজার মো. জাকারিয়া মাহমুদ। অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ূন কবির, মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম মিয়া, উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।