প্রিন্ট করুন প্রিন্ট করুন

পেকুয়ায় হাতির আক্রমণে দুজনের মৃত্যু

 

শেয়ার বিজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় বন্যহাতির আক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার শিলখালী ইউনিয়নের ধুইল্যারঝিরি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শিলখালী ইউনিয়রে জারুলবুনিয়া গ্রামের ছৈয়দ আলম (৬০) ও তার জামাই সাপেরঘারা গ্রামের মোহাম্মদ আলমগীর (৩০)। খবর রাইজিংবিডি।

পেকুয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, পেকুয়ার শিলখালী ধুইল্যারঝিরি পাহাড়ি এলাকায় ধানক্ষেত পাহারা দিয়ে ভোরে দুজন ঘুমিয়ে পড়েন। সকালে বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।