১৪তম ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট মেশিনারি এক্সিবিশনে থ্রেডসল সফটওয়্যার অংশ নিয়ে তাদের উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করে। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি এ প্রদশর্নী চলে। থ্রেডসলের প্রধান নির্বাহী কর্মকর্তা মানসিজ গাঙ্গুলী বলেন, ‘তৈরি পোশাক খাতের অর্থনৈতিক ধীরগতি ও শ্রম ব্যয়ের চ্যালেঞ্জগুলো উতরাতে এর সুপ্ত সুযোগের যথার্থ ব্যবহার এ শিল্পকে আরও স্থিতিশীল ও গতিময় করবে।’
পোশাকশিল্প সরঞ্জাম প্রদর্শনীতে থ্রেডসলের সফটওয়্যার
