Print Date & Time : 9 May 2021 Sunday 12:55 pm

পোশাক শিল্পে আরও একটি প্রণোদনার দাবি ব্যবসায়ীদের

প্রকাশ: March 4, 2021 সময়- 01:13 am

করোনা প্রেক্ষাপটে পোশাক শিল্প খাতে যে বিপর্যয়কর অবস্থা তৈরি হয়েছে, তা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা পাওয়ার লক্ষ্যে বিকেএমইএ’র সদস্যদের নিয়ে গত মঙ্গলবার হোটেল পূর্বাণীতে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও টাস্কফোর্স ফর আরএমজি’র প্রধান শফিউল ইসলাম মহিউদ্দীন। অতিথি ছিলেন বিটিএমএ’র সভাপতি মোহাম্মদ আলী খোকন এবং বিজিএমইএ’র সহসভাপতি এসএম মান্নান কচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে ব্যবসায়ীরা দীর্ঘমেয়াদি ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা কমপক্ষে ১৪-১৫ বছর করার দাবি জানান। বিজ্ঞপ্তি