প্রিন্ট করুন প্রিন্ট করুন

প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ২৪ শতাংশ

সাপ্তাহিক বাজার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ২৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩ কোটি ৮ হাজার ৬০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৪৩ হাজার টাকা।

সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৫৫ শতাংশ বা এক টাকা ৯০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৭৬ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। ওইদিন ৩ লাখ ৮৫ হাজার ৯৮৮টি শেয়ার মোট এক হাজার ৩১ বার হাতবদল হয়, যার বাজারদর ২ কোটি ৮৮ লাখ টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৭২ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ৭৭ টাকা ৩০ পয়সায় ওঠানামা করে। এক বছরের মধ্যে শেয়ারদর ৫৬ টাকা থেকে ৯৬ টাকার মধ্যে ওঠানামা করে।

এদিকে চলতি হিসাববছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন, ২০২২) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ১৭ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল তিন টাকা ১১ পয়সা। সে হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ইপিএস বেড়েছে ছয় পয়সা। অন্যদিকে চলতি হিসাবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২২) কোম্পানিটির ইপিএস হয়েছে এক টাকা ৯০ পয়সা, আগের বছর একই সময়ে ছিল এক টাকা ৮৫ পয়সা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে পাঁচ পয়সা। অন্যদিকে ৩০ জুন, ২০২২ কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৬ টাকা ৫৩ পয়সা। আর প্রথম দুই প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে তিন টাকা ৭২ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল পাঁচ টাকা ৩৬ পয়সা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে ইপিএস হয়েছিল ৫ টাকা ৭২ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২১ এনএভিপিএস ছিল ৫৭ টাকা ৩২ পয়সা। এর আগে ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২০ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৫১ পয়সা।

বিমা খাতের কোম্পানিটি ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৬৫ কোটি ৫৯ লাখ টাকা। কোম্পানিটির ৬ কোটি ৫৫ লাখ ৯০ হাজার ৩২৯ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৪২ দশমিক শূন্য সাত শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৪ দশমিক ৩৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৩৩ দশমিক ৫৮ শতাংশ শেয়ার।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ১৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২ কোটি ৯৫ লাখ ৯ হাজার ৪০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৪ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার টাকা। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ৪৫ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৯১ লাখ ৮২ হাজার ৮০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৫৯ লাখ ১৪ হাজার টাকা। জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক ৮৯ শতাংশ। পঞ্চম অবস্থানে থাকা বিডিকম অনলাইন লিমিটেডের ১৬ দশমিক ১২ শতাংশ বেড়েছে। এর পরের অবস্থানে থাকা ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৫ দশমিক ৭৯ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পনি লিমিটেডের ১৫ দশমিক ৪৭ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্স কোং লিমিটেডের ১৫ দশমিক ২৮ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৪ দশমিক ২৯ শতাংশ এবং জেমিনি সি ফুড লিমিটেডের ১৪ দশমিক ২৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।