নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বিমা খাতের প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং
লিমিটেড (আলফারেটিং)। আর তা স্টেকহোল্ডারদের উদ্দেশ্যে প্রাপ্ত রেটিং কোম্পানিটি প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি দীর্ঘমেয়াদে রেটিং পেয়েছে ‘এএ প্লাস’ আর স্বল্পমেয়াদে পেয়েছে ‘এসটি-১’। ৩১ ডিসেম্বর, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২৭ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং দিয়েছে আলফারেটিং।
‘এ’ ক্যাটেগরির বিমা খাতের কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটির ৩ কোটি ২৫ লাখ ৪৫ হাজার ২৮৮ শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৩৮ দশমিক ৩৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩ দশমিক ৬৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৭ দশমিক ৯৮ শতাংশ শেয়ার।
২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।