প্রিন্ট করুন প্রিন্ট করুন

প্রণোদনা ঋণ বিতরণে এমটিবিকে বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে প্রথম পর্যায়ে কভিড-১৯ সিএমএসএমই প্রণোদনা ঋণ প্যাকেজের শতভাগ বিতরণ করার স্বীকৃতিস্বরূপ প্রশংসাপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এমটিবির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানের হাতে প্রশংসাপত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কুটির, ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহযোগিতার প্রয়াসে একটি আর্থিক প্রণোদনা ঋণ প্যাকেজের ঘোষণা করা হয়; যাতে কভিড-১৯ অতিমারি মোকাবিলা এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্যবসায়িক পরিবেশ পুনরুদ্ধার করা সম্ভব হয়। বিজ্ঞপ্তি