শেয়ার বিজ ডেস্ক: নিউজিল্যান্ডে প্রথমবারের মতো গভর্নর জেনারেলের দায়িত্ব পেলেন আদিবাসী কোনো নারী। ডেম সিনডি কিরো নামের ওই নারী দেশটির মাওরি সম্প্রদায়ভুক্ত। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ওয়েলিংটনে দেশটির পার্লামেন্টে গভর্নর জেনারেল হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। খবর: রয়টার্স।
নিউজিল্যান্ডে আলংকারিক রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন গভর্নর জেনারেল। দেশটিতে ব্রিটিশ রাজপরিবারের হয়ে সাংবিধানিক ও আনুষ্ঠানিক নানা কাজও করতে হয় তাকে। এককালে ব্রিটেনের উপনিবেশ ছিল নিউজিল্যান্ড।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নিউজিল্যান্ডের অভিবাসী ও প্রান্তিক বাসিন্দাদের কাছে পৌঁছানোর প্রতিশ্রুতি দেন সিনডি কিরো। এ সময় মাওরি ও ব্রিটিশ পরিচয়ের কারণে নিজে গর্বিত বলে উল্লেখ করেন তিনি।
সিনডি কিরো বলেন, ‘আমি নতুন অভিবাসী ও সাবেক শরণার্থীদের সঙ্গে যুক্ত থাকব। এ ছাড়া নিউজিল্যান্ডকে নিজেদের দেশ হিসেবে বেছে নেয়া মানুষদের কাছ থেকে আমরা যে বৈচিত্র্যময় সংস্কৃতি পেয়েছি, সেগুলো উদ্?যাপন করব।’
সিনডি কিরোর শিক্ষাজীবন কেটেছে নিউজিল্যান্ডের একাধিক বিশ্ববিদ্যালয়ে। তিনি ইউনিভার্সিটি অব অকল্যান্ড থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পাশাপাশি ম্যাসি ইউনিভার্সিটি থেকে নিয়েছেন এমবিএ ডিগ্রি। নিজের পরিবারের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয়পড়ুয়াও তিনি।
নিউজিল্যান্ডের জনসংখ্যার ১৭ শতাংশই মাওরি সম্প্রদায়ের। দেশটির আদিবাসী এ জনগোষ্ঠীর অনেক সদস্য সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে বেশ পিছিয়ে রয়েছে।
শপথ অনুষ্ঠানে নতুন গভর্নর জেনারেলকে স্বাগত জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তিনি বলেন, ‘আমি জানি, এ পদে প্রথম মাওরি নারী হিসেবে আপনি এটা মাথায় রেখেছেন যে, আপনার কর্মকাণ্ড দেশের সব স্তরের মানুষকে অনুপ্রেরণা দেয়।’
গত বছর দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর নিউজিল্যান্ডের পার্লামেন্টে আইনপ্রণেতা হিসেবে বিপুলসংখ্যক নারী ও অন্যান্য সম্প্রদায়ের মানুষদের জড়ো করেছেন জেসিন্ডা আরডার্ন। দেশটিতে এর আগে এত বৈচিত্র্যপূর্ণ পার্লামেন্ট আর দেখা যায়নি।