Print Date & Time : 28 February 2021 Sunday 7:01 pm

প্রথম প্রান্তিকে আয় বেড়েছে লাফার্জহোলসিমের

প্রকাশ: May 9, 2020 সময়- 12:09 am

নিজস্ব প্রতিবেদক: সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের আয় ও মুনাফা বেড়েছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩১ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় বেড়েছে ১৪ পয়সা। ২০২০ সালের ৩১ মার্চে শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ২৩ পয়সা, যা ২০১৯ সালের ৩১ মার্চে ছিল ১৩ টাকা ৯৫ পয়সা। ৩১ মার্চ ২০২০ তারিখে কোম্পানিটির মোট সম্পদ মূল্য দাঁড়িয়েছে দুই হাজার ৬৯৮ কোটি ৯৪ লাখ টাকা। আর ২০১৯ সালের ৩১ মার্চ তারিখে যা ছিল দুই হাজার ৬৯২ কোটি ৪৩ লাখ টাকা। হিসাবমতে, গত বছরের তুলনায় কোম্পানিটির সম্পদ বেড়েছে প্রায় ছয় কোটি টাকা।
আর ২০২০ সালের ৩১ মার্চে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে এক টাকা ১৬ পয়সা , যা আগের বছর একই সময় ৫৩ পয়সা ছিল।
এদিকে প্রথম প্রান্তিকে কোম্পানির মোট মুনাফা হয়েছে ৫২ কোটি ২৪ লাখ ৫২ হাজার টাকা, আগের বছর ছিল ৩৫ কোটি ৭৮ লাখ ১৫ হাজার টাকা। গত বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় ১৬ কোটি ৪৬ লাখ টাকা।