শেয়ার বিজ ডেস্ক : আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিনা মূল্যে দুই শতক জমিসহ আধা-পাকা ঘর পেয়েছে আরও প্রায় ৪০ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবার। গতকাল বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ভূমি-চতুর্থ দফায় এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই অনুষ্ঠান থেকে তিনি মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, রাজশাহী, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলার সব উপজেলাসহ সারাদেশের ১৫৯ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেন। দেশে এখন সর্বমোট ৯টি জেলা ও ২১১টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান জানান, জেলার চার উপজেলায় মোট ৬৯৫টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। চারটি ধাপে জেলার চার উপজেলায় এসব ঘর বরাদ্দ দেয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভূঁইয়া ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।
নরসিংদী: ৪৫৯টি ঘর বিতরণের মধ্য দিয়ে নরসিংদী জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে সদর উপজেলায় ৪০টি, পলাশ উপজেলায় ৯৫টি, মনোহরদী উপজেলায় ৩৫টি, রায়পুরা উপজেলায় ৭৫টি, বেলাব উপজেলায় ১৩৯টি ও শিবপুর উপজেলায় ৭৫টি ঘর।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক কাজী পীরজাদা মোহাম্মদ আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী মোরশেদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের চার উপজেলা কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া, ভৈরব ও অষ্টগ্রাম উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদর উপজেলা প্রান্তে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার প্রমুখ।
রাজবাড়ী: রাজবাড়ীতে চতুর্থ পর্যায়ে ২৭৭টি ঘর হস্তান্তর করা হয়। এর মধ্যে জেলার পাঁচটি উপজেলার রাজবাড়ী সদরে ৩৫টি, গোয়ালন্দে দুটি, বালিয়াকন্দিতে ১২০টি ও পাংশা উপজেলায় ১২০টি ঘর হস্তান্তর করা হয়। এ নিয়ে জেলায় এরই মধ্যে দুই হাজার ৩৯৯টি পরিবারকে পুনর্বাসন করা হলো।
সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জয়ন্তী রুপা রায়, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় চতুর্থ পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল ছয় শতাধিক পরিবার। এরই মধ্য দিয়ে গৃহহীন ও ভূমিহীনমুক্ত হলো জেলার ছয়টি উপজেলা। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুরসম্রাট দি আলাউদ্দীন সংগীতাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা প্রমুখ।
ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে আরও ১১৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহীন।