নিজস্ব প্রতিবেদক: স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের নিজস্ব ও গ্রাহকদের পোর্টফোলিওতে পুনঃমূল্যায়নজনিত আন-রিয়েলাইজড লসের বিপরীতে প্রভিশন সংরক্ষণের সময় এক বছর বাড়লো। চলতি ডিসেম্বরেই এ সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী বছরের (২০১৭) ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল বুধবার কমিশনের ৫৯৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচটি ত্রৈমাসিক সমান অংশে (২০ শতাংশ) এ প্রভিশন সংরক্ষণ করতে হবে।