শোবিজ ডেস্ক: গুণী অভিনেত্রী দিলারা জামান। নাটকের বাইরে চলচ্চিত্রেও সুনাম কুড়াচ্ছেন তিনি। এবার তাকে দেখা যাবে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এর কেন্দ্রীয় চরিত্রে হাজির হচ্ছেন তিনি।
‘কিছু শব্দের গল্প, কিছু নৈঃশব্দ্যের’এমন ট্যাগলাইন দিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রযত্নে’। দিলারা জামান অভিনীত ছবিটিতে ঠিক কেমন বিষয় থাকছে তা বলতে নারাজ নির্মাতা সাদাত হোসাইন। তার মতে, জীবনের এমন এক সংকটকে তুলে ধরেছেন যা আমাদের সমাজেরই পুরোনো চিত্র। সাদাত হোসাইন আরও বলেন, ‘প্রথম ও দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য ‘বোধ’ আর ‘দি সুজ’ প্রশংসিত হওয়ায় তৃতীয়টি তৈরির অনুপ্রেরণা পেয়েছি। গল্পের প্রয়োজনে অভিনেত্রী দিলারা জামানের আন্তরিক সহযোগিতা পেয়েছি। এতে তার অভিনয় সবার মন কাড়বে।’ সাদাত হোসাইনের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় অচিরেই বাংলাঢোলের ব্যানারে অন্তর্জালের বিভিন্ন মাধ্যমে উম্মক্ত করা হবে ‘প্রযত্নে’।