নিজস্ব প্রতিবেদক : সরকারের কাছে তথ্য রয়েছে, মিয়ানমার থেকে রোহিঙ্গা ক্যাম্পে মাদক আসছে। এই মাদক চোরাচালান বন্ধ করতে ক্যাম্পের ভেতরে এবং বাইরে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনীও কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রোববার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের মোবাইল ট্র্যাক করা হবে, যেন মোবাইল ব্যবহার করে তারা কোনো সন্ত্রাসী কর্মকাÐ না করতে পারে।’
রোহিঙ্গা সংকট নিরসনে সরকারের ক‚টনৈতিক তৎপরতা অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসন শিগগিরই হবে বলে আশা প্রকাশ করছি। প্রত্যাবাসনের জন্য আগে থেকেই সরকার যেভাবে চেষ্টা করেছিল, এখনও সেটা অব্যাহত আছে।’
২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে ৮ লাখের মতো রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে। রকক্সবাজারের শরণার্থী শিবিরে তাদের আশ্রয় দেয়া হয়েছে।