প্রিন্ট করুন প্রিন্ট করুন

প্রযুক্তির জ্ঞান ছাড়া সমৃদ্ধি অর্জন সম্ভব নয়

পাঠকের চিঠি

সভ্যতার বিবর্তনে কৃষি, শিল্প, তথ্যবিপ্লবের পর এখন প্রযুক্তিগত সভ্যতা চলমান রয়েছে। প্রতিনিয়ত মানুষ অপার বিস্ময়ে দেখছে আর উপভোগ করছে প্রযুক্তির কল্যাণময় রূপান্তর। চতুর্থ শিল্পবিপ্লবের মোকাবিলায় বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত দক্ষ মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে জোর দেয়া প্রয়োজন।

উন্নত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে প্রযুক্তিভিত্তিক জ্ঞান অর্জন বাড়াতে হবে। প্রযুক্তির জ্ঞান ছাড়া সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। প্রযুক্তি ও বিজ্ঞানের দ্রুত পরিবর্তন ঘটছে। তাই এর সঙ্গে খাপ খাওয়াতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি বেশি মনোযোগী হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।

আমাদের দেশে প্রতিবছর হাজার হাজার তরুণ-তরুণীকে আইসিটি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে আমারদের এমন প্রশিক্ষণ আরও প্রয়োজন। বাংলাদেশ যখন মধ্য আয়ের দেশ হয়ে উঠছে, এসডিজি অর্জনে সচেষ্ট, ২০ বছরের প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করছে, স্বাধীনতার ১০০ বছরে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হতে চাইছে এমন সময় আমাদের তারুণ্যের জন্য প্রযুক্তির প্রশিক্ষণের মাধ্যমেই সমৃদ্ধি অর্জন সম্ভব।

নুরউদ্দিন জাবেদ

শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজ, চাঁদপুর