Print Date & Time : 27 May 2022 Friday 7:05 pm

প্রযোজক নজরুল রাজের বাসায় র‍্যাবের অভিযান

শোবিজ ডেস্ক: চিত্রনায়িকা পরী মণির দেওয়া তথ্যে এবার প্রযোজক ও অভিনেতা মো. নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব। আজ বুধবার রাতে রাজধানী বনানীর জি ব্লকের ৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় এই অভিযান চলছে।

র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা পরী মণির দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে নজরুল রাজের বাসায় অভিযান চালাচ্ছি।’

র‍্যাব সূত্রে জানা গেছে, বনানীতে পরী মণির বাসায় অভিযান শেষে রাত সাড়ে ৮টার দিকে নজরুল রাজের বাসায় অভিযান চালান র‍্যাব সদস্যরা। পরী মণিকে র‍্যাব হেফাজতে নেওয়ার পর তাঁর কাছ থেকে নানা রকম তথ্য পাওয়া গেছে। সেখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির নামও রয়েছে। ওই তথ্যের ওপর ভিত্তি করে নজরুল রাজের বাসায় অভিযান চালানো হচ্ছে।

জানা গেছে, পরী মনির প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন’-এর প্রযোজক ছিলেন নজরুল রাজ। তিনি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেন। তাঁর হাত ধরেই সিনেমায় নাম লেখান পরী মণি। নজরুল রাজ ‘রাজ মাল্টিমিডিয়া’র কর্ণধার।

এর আগে আজ বিকেলে চিত্রনায়িকা পরী মণির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরে বাসা থেকে বিপুল পরিমাণ মদ, এলএসডি ও আইসসহ পরী মণিকে আটক করে র‍্যাব। এ সময় তাঁর দুই সহযোগীকেও আটক করা হয়। রাত ৮টা ১০ মিনিটে তিনজনকে গাড়িতে তুলে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।