Print Date & Time : 27 October 2020 Tuesday 9:38 pm

প্রশিক্ষিত যুবদের মাঝে কর্মসংস্থান ব্যাংকের চেক বিতরণ

প্রকাশ: August 13, 2020 সময়- 01:23 am

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কর্মসংস্থান ব্যাংক কর্তৃক ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির বিপরীতে দুই লাখ প্রশিক্ষিত বেকার যুবদের মধ্যে ঋণ বিতরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে ব্যাংকের মানিকগঞ্জ শাখার উদ্যোগে সম্প্রতি প্রশিক্ষিত যুবদের মাঝে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ এর চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা প্রধান অতিথি ছিলেন। ব্যাংকের পরিচালক কামরুন নাহার সিদ্দীকা বিশেষ অতিথি এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি