প্রিন্ট করুন প্রিন্ট করুন

প্রস্তুতিতে খুশি কোচ-অধিনায়ক

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ড সফর সামনে রেখে অস্ট্রেলিয়ায় ৯ দিনের ক্যাম্প করে বাংলাদেশ ক্রিকেট দল। এ সময় দুটি প্রস্তুতি ম্যাচ খেলে টাইগাররা। যেখানে একটি জয়, অন্যটিতে হার। এরপর তাসমান সাগরের দেশে পা রাখে সফরকারীরা। একমাত্র প্রস্তুতি ম্যাচে কিউই একাদশের কাছে হার। তবে এসব ম্যাচে প্রাপ্তি ছিল অনেক। সৌম্য সরকারের রানে ফেরা। দীর্ঘদিন পর ইনজুরিতে থেকে সুস্থ হয়ে মোস্তাফিজুর রহমানের মাঠে ফেরা। বলা যায়Ñকিউই সফরের প্রস্তুতি ভালোই হয়েছে টাইগারদের। যা মানছেনও বাংলাদেশ দলের রঙিন পোশাকের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ ভোরে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গতকাল এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা বলেন মাশরাফি। ‘এখন পর্যন্ত প্রস্তুতি যতটুকু হয়েছে, তা বেশ ভালো। ম্যাচ খেলতে এখন তৈরি। যতটুকু হয়েছে প্রস্তুতি, এর চেয়ে ভালো কিছু সম্ভব ছিল না। বিপিএল শেষেই আমরা অস্ট্রেলিয়ায় এসেছি। টাইমিং, ট্রাভেলিং সব মিলিয়ে এর বেশি আর কিছু করা যেতো না।’

অল্প সময়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ায় শিষ্যদের কৃতিত্ব দিয়েছেন কোচ হাথুরুসিংহে। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটি অস্ট্রেলিয়ায়, একটি নিউজিল্যান্ডে। ম্যাচ দুটিতে শিষ্যদের পারফরম্যান্সে খুশি মাশরাফিদের গুরু, ‘প্রস্তুতি নিয়ে খুব খুশি আমি। বিপিএল শেষ করে সিডনিতে আসার পর ছেলেরা একটু ধাক্কা খেয়েছিল। তবে ওদের কৃতিত্ব দিতেই হবে, দ্রুত মানিয়ে নিয়েছে। পিচ, কন্ডিশনের আবহটা নিতে পেরেছে। ভালো জায়গায় বল করছে, ব্যাটিংয়ে ভালো জায়গায় বল লাগাতে পারছে।’

যে কোনো দলের জন্যই নিউজিল্যান্ড সফর চ্যালেঞ্জিং। দেশের মাটিতে ভালো খেলা টাইগারদের কত দূর কী উন্নতি হয়েছে, তা দেখে নেওয়ার এটাকে সুযোগ হিসেবে দেখতে চাইছেন হাথুরুসিংহে।