প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গতকাল থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০১৬-১৭। এবারের আসরে সারা দেশের ৫৪০ স্কুলের প্রায় ১০ হাজার ৮০০ খুদে ক্রিকেটার অংশ নিচ্ছে। দেশের ৬৪ জেলায় জাতীয় পর্যায় পর্যন্ত ৯৬৫ ম্যাচ অনুষ্ঠিত হবে।
গত বুধবার মিরপুরের হোম অব ক্রিকেটে বিসিবির মিডিয়া সেন্টারে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেটের বিভিন্ন দিক তুলে ধরেন, প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের জনসংযোগ শাখার প্রধান মো. মনিরুজ্জামান।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্সের মুখ্য নির্র্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এএনএম ফজলুল করিম মুন্সী যোগ দিয়েছেন। তিনি ১৯৮৭ সাল থেকে এ কোম্পানিতে বিভিন্ন পদে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন, সবশেষ তিনি এ প্রতিষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব মার্কেটিং হিসেবে কর্মরত ছিলেন।
এএনএম ফজলুল করিম মুন্সী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন অর্থনীতিতে সম্মানসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি বিমাসংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর দেশ-বিদেশে সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতি ও যুব অর্থনীতিবিদ সমিতির আজীবন সদস্য। এএনএম ফজলুল করিম মুন্সী কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জš