প্রাইম ব্যাংক সম্প্রতি সিটি গ্রুপের সঙ্গে ‘প্রাইম পেরোল’ চুক্তি স্বাক্ষর করে। প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রাহমান, উপব্যবস্থাপনা পরিচালক এএনএম মাহফুজের উপস্থিতিতে ব্যাংকের হেড অব কনজিউমার সেলস মামুর আহমেদ এবং সিটি গ্রুপের পরিচালক মো. হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে সিটি গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীরা প্রাইম ব্যাংকের কনজিউমার লোন, ক্রেডিট কার্ড এবং অন্যান্য কনজিউমার প্রোডাক্টে বিশেষ সেবা ও সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি
প্রাইম ব্যাংক ও সিটি গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর
