Print Date & Time : 26 May 2020 Tuesday 6:29 am

প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে ১১ কোম্পানি

প্রকাশ: জুলাই ২৯, ২০১৯ সময়- ১০:১৮ পিএম

নিজস্ব প্রতিবেদক: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ১১ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৭১ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৮৬ পয়সা। দুই প্রান্তিক শেষে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে দুই টাকা সাত পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ৭৭ পয়সা। ২০১৯ সালের ৩০ জুন এনএভি হয়েছে ২৪ টাকা ১৮ পয়সা, যা ২০১৮ সালের ৩০ জুনে ছিল ২২ টাকা ৬৩ পয়সা।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ২৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩৯ পয়সা। দুই প্রান্তিক শেষে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে এক টাকা ৩০ পয়সা (লোকসান), যা আগের বছর একই সময় ছিল দুই টাকা ৭৫ পয়সা (লোকসান)। ২০১৯ সালের ৩০ জুন এনএভি হয়েছে ১৭ টাকা ১৯ পয়সা, যা ২০১৮ সালের ৩০ জুনে ছিল ১৭ টাকা ৬৭ পয়সা।
ওয়ান ব্যাংক লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ২৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৯ পয়সা। দুই প্রান্তিক শেষে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ১০ টাকা, যা আগের বছর একই সময় ছিল ১২ টাকা ৮৩ পয়সা। ২০১৯ সালের ৩০ জুন এনএভি হয়েছে ১৯ টাকা ৪৪ পয়সা, যা ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে ছিল ১৮ টাকা ৯৪ পয়সা।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৪০ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৫৩ পয়সা। দুই প্রান্তিক শেষে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে এক টাকা ১৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ৭৩ পয়সা। ২০১৯ সালের ৩০ জুন এনএভি হয়েছে ২৩ টাকা ৫৬ পয়সা, যা ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে ছিল ২৩ টাকা ৭৩ পয়সা।
ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৩৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩৫ পয়সা। দুই প্রান্তিক শেষে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে এক টাকা ২৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ৩৫ পয়সা। ২০১৯ সালের ৩০ জুন এনএভি হয়েছে ১৪ টাকা ৯৭ পয়সা, যা ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে ছিল ১৪ টাকা ৭১ পয়সা।
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে এক টাকা ৩১ পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ৪৯ পয়সা। দুই প্রান্তিক শেষে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে চার টাকা ১২ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৯ টাকা ৬৬ পয়সা। ২০১৯ সালের ৩০ জুন এনএভি হয়েছে ৩৫ টাকা ৪৬ পয়সা, যা ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে ছিল ৩৬ টাকা ১৭ পয়সা।
অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ২৭ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২৬ পয়সা। দুই প্রান্তিক শেষে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ৬৯ পয়সা লোকসান, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ১১ পয়সা (লোকসান)। ২০১৯ সালের ৩০ জুন এনএভি হয়েছে ১৭ টাকা ৯৬ পয়সা, যা ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে ছিল ১৮ টাকা ১৩ পয়সা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৭১ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৭৪ পয়সা। দুই প্রান্তিক শেষে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে পাঁচ টাকা ১৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৯ টাকা ৪২ পয়সা (লোকসান)। ২০১৯ সালের ৩০ জুন এনএভি হয়েছে ২৮ টাকা ১৮ পয়সা, যা ২০১৮ সালের ৩০ জুনে ছিল ২৫ টাকা ৫৪ পয়সা।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে সাত পয়সা, যা আগের বছর একই সময় ছিল তিন পয়সা। আর প্রথম দুই প্রান্তিক বা ছয় মাস শেষে (জানুয়ারি-জুন) ইপিএস হয়েছে ৫১ পয়সা। আগের বছর একই সময় ছিল ৪২ পয়সা। দুই প্রান্তিক শেষে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ১১ টাকা, যা আগের বছর একই সময় লোকসান ছিল সাত টাকা ৮০ পয়সা। ২০১৯ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ৪৩ পয়সা, যা ২০১৮ সালের ৩০ জুনে ছিল ১৮ টাকা ৫১ পয়সা।
পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা ৪৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ২০ পয়সা। আর প্রথম দুই প্রান্তিক বা ছয় মাস শেষে (জানুয়ারি-জুন) ইপিএস হয়েছে দুই টাকা ৫১ পয়সা। আগের বছর একই সময় ছিল দুই টাকা ২২ পয়সা। দুই প্রান্তিক শেষে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে তিন টাকা ৫৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল দুই টকা ৭৭ পয়সা। ২০১৯ সালের ৩০ জুন এনএভি হয়েছে ৪৮ টাকা ৫৫ পয়সা, যা ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে ছিল ৪৫ টাকা আট পয়সা।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে দুই টাকা সাত পয়সা (লোকসান), যা আগের বছর একই সময় ছিল এক টাকা ৬৫ পয়সা (লোকসান)। আর প্রথম দুই প্রান্তিক বা ছয় মাস শেষে (জানুয়ারি-জুন) ইপিএস হয়েছে তিন টাকা ৭৮ পয়সা (লোকসান)। আগের বছর একই সময় ছিল তিন টাকা ৫৭ পয়সা (লোকসান)। দুই প্রান্তিক শেষে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে দুই টাকা তিন পয়সা (লোকসান), যা আগের বছর একই সময় ছিল দুই টাকা এক পয়সা (লোকসান)। ২০১৯ সালের ৩০ জুন এনএভি হয়েছে ৮৩ টাকা ২৩ পয়সা (লোকসান), যা ২০১৮ সালের ৩০ জুনে ছিল ৬৯ টাকা ৯৭ পয়সা (লোকসান)।