প্রিন্ট করুন প্রিন্ট করুন

প্রিয়শপকে লিংকডইনের রিক্রুটার সলিউশন দেবে ইজেনারেশন

দেশের প্রথম ও একমাত্র অংশীদার হিসেবে ইজেনারেশন লিমিটেড, দেশের খ্যাতনামা ই-কমার্স প্ল্যাটফর্ম প্রিয়শপকে বিশ্বের সর্ববৃহৎ প্রফেশনাল প্ল্যাটফর্ম লিংকডইনের রিক্রুটার সলিউশন দেবে। বর্তমানে এ প্রতিযোগিতামূলক চাকরির বাজারের যুগে লিংকডইন রিক্রুটার সলিউশন প্রিয়শপকে বিশ্বের প্রগতিশীল পেশাদারদের সঙ্গে যোগসূত্র স্থাপন করে আপডেটেড তথ্যসহ সহজে এবং দ্রুত যোগ্য প্রার্থীদের খুঁজে পেতে ও নিয়োগ করতে সাহায্য করবে। প্রয়োজনীয় সব সুবিধাসহ ব্যবহারবান্ধব নিয়োগ প্ল্যাটফর্মটি নিয়োগ প্রক্রিয়া যেমন আধুনিক করবে, একই সঙ্গে কর্মী নিয়োগে মানবসম্পদ বিভাগের সময় বাঁচাবে। বিজ্ঞপ্তি