Print Date & Time : 3 June 2020 Wednesday 9:28 pm

প্রেক্ষাগৃহে আসছে পরমব্রত ও তিশার ‘হলুদবনি’

প্রকাশ: ফেব্রুয়ারী ২৭, ২০২০ সময়- ১২:৪৮ এএম

শোবিজ ডেস্ক: সুকান্ত গঙ্গোপাধ্যায়ের উপন্যাস হলুদবনি অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘হলুদবনি’। যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের তাহের শিপন আর ভারতের মুকুল রায় চৌধুরী। এটি চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভা দাশগুপ্ত। এতে তিনটি প্রধান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও পাওলি দাম প্রমুখ। ৬ মার্চ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। তবে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বলা হয়, ওইদিন স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি দেওয়া হবে। সিনেমাটি সম্পর্কে তিশা বলেন, ইতোমধ্যে চ্যানেল আইয়ের ইউটিউবে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। সিনেমায় যে ধরনের চরিত্রে অভিনয় করেছি, এর প্রতি দর্শকদের ভালোবাসা ও মায়া হবে। গল্পটিও সবার ভালো লাগবে। তিনি আরও বলেন, ২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর দীর্ঘ সময় নিয়ে শেষ হয় কাজ। দর্শকরা প্রতীক্ষায় ছিলেন কখন মুক্তি পাবে এটি। এখন শুধু প্রতীক্ষার অবসানের সময়।