ক্রীড়া প্রতিবেদক: কঠিন এক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে নামছে রুমানা আহমেদের দল। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে কক্সবাজারে।
এই মিশনে ভালো করার লক্ষ্যে বেশ কিছুদিন ধরেই পর্যটন নগরীতে অনুশীলন করেছে রুমানা আহমেদের দল। দেশের মাঠে শক্ত প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে তৈরি টাইগ্রেসরা।
সিরিজের সূচি
১২ জানুয়ারি: প্রথম ওয়ানডে
১৪ জানুয়ারি: দ্বিতীয় ওয়ানডে
১৬ জানুয়ারি: তৃতীয় ওয়ানডে
১৮ জানুয়ারি: চতুর্থ ওয়ানডে
২০ জানুয়ারি: পঞ্চম ওয়ানডে