প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম) : খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল, এই প্রতিপাদ্যকে ধারন করে বর্ণিল ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং সন্যাসিরহাট ৭১ স্মৃতি সংঘের উদ্যোগে ৫ম বারের মত আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সন্যাসিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি হারুণ অর রশিদ।
লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীনের পৃষ্টপোষকতায় ও সেচ্ছাসেবক লীগ কুয়েত শাখার সাধারণ সম্পাদক বেলাল উদ্দীনের সভাপতিত্ত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ম্যাজিষ্ট্রেট ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাফর আলম।
সাংবাদিক মোস্তফা কামরুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা এলএমজি ইলিয়াছ, মুক্তিযোদ্ধা শফি, মোহাম্মদ আবুল হাসান বাবুল, মোহাম্মদ শহিদুল আনোয়ার। এসময় খেলার ট্রপি উম্মোচন করেন শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের আজীবন দাতা সদস্য মোস্তফা কামাল।
উদ্বোধনী খেলায় কেবি ফ্রেন্ডস ক্লাব, মতি নগর দিগন্ত ক্লাবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন।