প্রিন্ট করুন প্রিন্ট করুন

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু সেবা

ওবাইদুল আকবর রুবেল, ফটিকছড়ি : সারাদেশের ৪৫ উপজেলার মতো চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টার কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৮ জানুয়ারি) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেন। এর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও সব ধরনের চোখের সমস্যায় রোগীরা সেবা নিতে পারবেন।

এর ধারাবাহিকতায় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আরেফিন আজিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল বিভাগের কনসালটেন্ট, মেডিকেল অফিসার এবং সিনিয়র স্টাফ নার্সবৃন্দ।

এদিকে কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধনের প্রথম দিন থেকেই সেবা কার্যকর্ম শুরু হয়। এখানে প্রশিক্ষিত নার্সদের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মরত বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের পরামর্শ দেয়া হয়। এছাড়াও এ কমিউনিটি ভিশন সেন্টারে চোখের রোগীরা প্রাথমিক চিকিৎসা সেবাসহ সমন্বিত উন্নত চিকিৎসা সেবা পাবেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আরেফিন আজিম।

উল্লেখ্য, এদিন তৃতীয় ধাপে ৪টি বিভাগে ১৩ জেলার ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।