প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৮। এসময় ইয়াবা ছাড়াও তাদের কাছে থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি সীমকার্ডসহ দুটি মোবাইল ফোন এবং নগদ ৯ হাজার ৭’শ ৭০ টাকা জব্দ করা হয়।
সোমবার (০৯ জানুয়ারি) দুপুরে ফরিদপুর র্যাব-৮ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (০৮ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কোমরপুর এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটকরা হলেন, চট্টগ্রামের আনোয়ারা থানার গুজার এলাকার মৃনাল পালের ছেলে মিটন পাল (৪৬) ও একই জেলার চন্দমাইশ থানার হারলা এলাকার শামসুল ইসলামের ছেলে মো. ওয়াসিম (৩৯)।
ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় ব্যক্তি ইয়াবার চালান নিয়ে ফরিদপুর শহরের কোমরপুর এলাকায় মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে । উক্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছে থেকে ৪,৫৩০ পিচ ইয়াবা, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি সীমকার্ডসহ দুটি মোবাইল ফোন এবং নগদ ৯ হাজার ৭’শ ৭০ টাকা জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় একটি মাদক মামলা পক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব-৮ এর ওই কোম্পানি কমান্ডার।