Print Date & Time : 24 January 2021 Sunday 2:29 am

ফরিদপুরে মন্দিরে মন্দিরে ভক্তদের পুষ্পাঞ্জলি

প্রকাশ: October 25, 2020 সময়- 12:46 am

প্রতিনিধি, ফরিদপুর: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শনিবার ফরিদপুরের বিভিন্ন মন্দিরে দুর্গাপূজার মহাঅষ্টমী পূজার দিনে ভক্তরা মা দুর্গার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ফরিদপুর শহরের নিলটুলী, ঝিলটুলী, গোয়ালচামটসহ শহরের প্রতিটি এলাকার পাশাপাশি জেলার ৯ উপজেলার ৭৬৫টি মণ্ডপে মহাঅষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজারি ও সনাতন সম্প্রদায়ের অনুসারীরা বিভিন্ন মণ্ডপে উপোস থেকে দুর্গা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছেন।

জানা গেছে, সকাল থেকেই বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুসহ ভক্ত দর্র্শনার্থীরা নতুন পোশাক পরে পূজামণ্ডপে ভিড় করেন। এ সময় পুরোহিতের মন্ত্র উচ্চারণ ও ঢাকের বাজনা এবং শঙ্খধ্বনিতে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

ফরিদপুর পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা বিশ্বজিৎ সাহা তনু বলেন, সারা বিশ্বে করোনা মহামারির কারণে এ বছর পূজার আনন্দ বিলিন হয়ে গেছে।