প্রতিনিধি, ফরিদপুর : গত কয়েক দিনের টানা শৈত প্রবাহে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন চরম দূর্ভোগে।ফরিদপুরের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শৈত প্রবাহ চলাকালে জেলার সর্ব নিম্ন তাপমাত্রা নয় ডিগ্রিতে নেমে গিয়েছিলো। এতে প্রচন্ড শীতে অসহায় দিন কাটাচ্ছেন হত দরিদ্র মানুষেরা।
সোমবার বিকালে আব্দুল জব্বার-শামসুন্নহার ফাউন্ডেশনের পক্ষ হতে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী বাজারে শীতার্ত মানুষের হাতে শীত নিবারনে কম্বল তুলে দেয়া হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার জাবির শফি দিনার জানান, মাচ্চর ইউনিয়নের হতদরিদ্র ছয়শত মানুষের হাতে কম্বল তুলে দেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক। তিনি জানান, এ সংগঠনটির পক্ষ থেকে আরো ২০ হতদরিদ্র পরিবারে গাভী প্রদান ছাড়ার অর্ধশত বয়োবৃদ্ধ মানুষকে বিণামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে।
এসময় মাচ্চর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ মুন্সীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ ও ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস।
প্রধান অতিথির বক্তব্যে শামীম হক বলেন, প্রচন্ড শীতে দরিদ্র মানুষেরা কষ্ট পাচ্ছেন। এসব অসহায় মানুষের প্রতি সহযোগীতার হাত বাড়াতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে শাহজালাল ইসলামী ব্যাংকের আয়োজনে রোববার ও সোমবার দুদিনব্যাপী ফরিদপুর সদর উপজেলার ১২ টি ইউনিয়নের চার হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। প্রতিটি ইউনিয়ন ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন ও নেক্সট কালেকশনের ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন।
উপস্থিত ছিলেন ইউ এস আওয়ামী লীগের উপদেষ্টা মো: সাইফুল ইসলাম রহিম, শাহজালাল ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক মনির হোসেন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।