প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুর জেলা আওয়ামীলীগের পুর্ণাঙ্গ কমিটি ঘোষনার পর প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহুবান জানানো হয়। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জেলা পরিষদের গেস্ট হাউসের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
সভায় নবনির্বাচিতদের মধ্যে পরিচিতি পর্ব ও শুভেচ্ছা বিনিময় শেষে আলোচনা সভায় সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোস।
বক্তারা বলেন, দলীয় সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে¡ বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়লাভ করাতে কাজ করতে হবে।
সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি জানান, অনুষ্ঠিত সভায় দলের গঠনতন্ত্র মেনে চলার আহ্বান জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব আরোপ করা হয়।