নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত হিসাববছরের ২৬তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন সময় অনুযায়ী কোম্পানিটির এজিএম আগামী ২১ মার্চ সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানির এজিএম-সংক্রান্ত রেকর্ড ডেট ২৩ জুলাই, ২০১৯ নির্ধারণ করা হয়েছিল। গত ২৩ ফেব্রুয়ারি উচ্চ আদালত কোম্পানিটিকে আগামী ১২ সপ্তাহের মধ্যে ২৬তম এজিএম করার অনুমতি দিয়েছেন।